গোপীবাগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ই-বার্তা ডেস্ক ।।  রাজধানীর ওয়ারী থানার গোপীবাগে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক তরুণ নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কিশোরের নাম শান্ত (১৮)। কিশোরের বাবার নাম মো. ফারুক। পুলিশের ভাষ্য, শান্ত ডাকাত দলের সদস্য ছিলেন।

পুলিশ জানায়, সোমবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওয়ারী থানার গোপীবাগ হুমায়ন সাহেবের বাড়ির পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল দুর্বৃত্তরা। এ সময় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা গুলি চালায়। পুলিশও পালটা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে শান্ত গুলিবিদ্ধ হয়।

পরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে দিবাগত রাত ৪টা নাগাদ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সে মারা যায়। শান্তর ডান পায়ে দুটি গুলি বিদ্ধ হয়।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজ উদ্দিন তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া