গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

ই-বার্তা ডেস্ক।।  রোববার (২০ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আফজাল হোসেনের বরাতে জানা যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংর্ঘষে মোমিনুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১৯ জানুয়ারি) দিনগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোমিনুল ইসলামের মৃত্যু হয়।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানা যায় , ৪০ শতক জমির ভাগাভাগি নিয়ে উপজেলার কাজীপাড়ার বদিউজ্জামানের সঙ্গে তার সৎ ভাই লিটু, মিঠু ও বাটু মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার বিকেলে বদিউজ্জামান এবং তার ছেলে মোমিনুল, মোনারুল ও আব্দুল ওয়াহেদ ওই জমির আইল কাটতে গেলে অপরপক্ষের লোকজন বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে গেলে মোমিনুলসহ তার ভাইয়েরা আহত হন। এ অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মোমিনুল মারা যান।

ই-বার্তা/ মাহারুশ হাসান