গোলাপগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; পুলিশসহ আহত অর্ধশতাধিক

ই- বার্তা ডেস্ক ।।   সিলেটের গোলাপগঞ্জে পুলিশ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সিলেট-জকিগঞ্জ রাস্তার উপজেলার হিলালপুর এলাকায় এ সংষের্ষে ঘটনা ঘটে। থেমে থেমে প্রায় সাড়ে ৩ ঘণ্টা এ সংঘর্ষ চলে। এ সময় সিলেট-জকিগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিলেট-জকিগঞ্জ রোডের হিলালপুর এলাকায় পুলিশ অস্থায়ী ক্যাম্প বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একজন চালকের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শুরু হয় সংঘর্ষ। খবর পেয়ে পরিবহন শ্রমিকরা ওই এলাকায় জড়ো হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। উভয়পক্ষের সংঘর্ষে এলাকা রণক্ষেত্র পরিণত হওয়ার পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

এ সময় সিলেট-জকিগঞ্জ রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে রাস্তার উভয় দিকে আটকা পড়ে শত শত যানবাহন। হাজার হাজার যাত্রী পড়েন চরম ভোগান্তির মধ্যে।

সংঘর্ষের ঘটনায় নাসির উদ্দিন (৪৫) ও জাবেদ আহমদসহ (২৮) অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাকিরা বিভিন্ন ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পরিবহন শ্রমিকদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা।

সংঘর্ষের বিষয়ে  গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বলেন, হিলালপুর এলাকায় গাড়ি রিকুইজিশন করার সময় পুলিশের সঙ্গে কয়েকজন শ্রমিকের কথাকাটাকাটি হয়। এর জেরে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। এ ঘটনায় দুই পুলিশ আহত হয়েছেন বলে তিনি জানান।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম