গৌরীপুরে ৫৬ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানান যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন উদযাপন

ই-বার্তা ডেস্ক।।  ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২০মার্চ) রাত ১১টায় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরে শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৪ তম জন্ম তিথী উপলক্ষে ৫৬ প্রহর ব্যাপী শুভ অধিবাস শুরু হয়েছে।

আজ  (বৃহস্পতিবার)  অরুনোদয় থেকে বুধবার (২৭ মার্চ) অরুনোদয় পর্যন্ত ৭ দিন ব্যাপী  এই হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। আগামী  বৃহস্পতিবার (২৮ মার্চ) শ্রী শ্রী রাঁধা গোবিন্দের লীলা কীর্তন এর পরের দিনই  শুক্রবার (২৯ মার্চ) ভোরে নগরকীর্তন। মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ ও বিকালে মহাপ্রসাদ বিতরন এবং সব শেষে  মহন্ত বিদায়।

নাম শুধা পরিবেশনায় থাকবেন- শিব ঠাকুর সম্প্রদায়- পাবনা, সোনার গৌর সুদর্শন সম্প্রদায়- সিলেট, জয় বিমল কৃষ্ণ সম্প্রদায়- দিনাজপুর, নিতাই সম্প্রদায়- জিনাইদহ, শ্যামা পূজা সম্প্রদায়- গোপালগঞ্জ, রাঁধাকৃষ্ণ সম্প্রদায়- মাগুরা, গোবিন্দ সম্প্রদায়- গৌরীপুর। লীলা কীর্তন পরিবেশনায়- শ্রী প্রীতম চন্দ্র মন্ডল- ঢাকা, শ্রী মতি কৃষ্ণা দেবনাথ- বগুড়া ও শ্রীমতি বাসনা বিশ্বাস- টাঙ্গাইল।

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ প্রতিনিধি)