গ্রিসে ভয়াবহ ঘূর্ণিঝড় ও বজ্রপাতে দুইজন নিহত

ই-বার্তা ডেস্ক।। গ্রিসে ভয়াবহ ঘূর্ণিঝড় ও বজ্রপাতে দুইজন প্রাণ হারিয়েছেন। প্রবল ঝড়ের মুখে একটি নৌকা ডুবে গেলে ওই দুইজন নিহত হন বলে জানা গেছে।

রোববার গ্রিসের পশ্চিমাঞ্চলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড়টি। এতে সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। এতে নৌকার দুই আরোহী নদীতে পড়ে নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপকূলীয় রক্ষীরা।

এদিকে প্রবল ঘূর্ণিঝড়ের ফলে রোববার পেলোপনিজ উপদ্বীপের জাতীয় সড়কের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে পড়লে সেখানে ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ কর্মকর্তারা জানান, এক পর্যায়ে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে ব্যাপাক দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

ঝড়ের কারণে এথেন্স শহরের সীমান্তসংলগ্ন অঞ্চলের স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। তবে আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসায় সোমবার সকালে সেখানকার সবগুলো স্কুল আবার খুলে দেয়া হয়েছে।

দেশের আবহাওয়া দপ্তরগুলি বলছে, সোমবার রাতের আগেই ঝড়টি গ্রিসের আকাশ অতিক্রম করে পূর্ব পশ্চিমাঞ্চলীয় এলাকার দিকে সরে যাবে বলে বলে আশা করা হচ্ছে।