’গ’ ইউনিটে ফেল করা পরীক্ষার্থীই ‘ঘ’ ইউনিটে প্রথম

ই-বার্তা ডেস্ক ।।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ’গ’ ইউনিটে ফেল করা পরীক্ষার্থীই ‘ঘ ইউনিটে প্রথম হয়েছেন । সর্বত্র এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।নিজ ইউনিটে ফেল করা পরীক্ষার্থীই অন্য ইউনিটে প্রথম হওয়া সেই আলোচিত পরীক্ষার্থীর নাম জাহিদ হাসান আকাশ।

 

গত ১৪ সেপ্টেম্বর আকাশ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অনুষ্ঠিত হওয়া ’গ’ ইউনিটের পরীক্ষায়  ইংরেজিতে পেয়েছিলেন ২.৪০, বাংলায় পেয়েছিলেন ১০.৮। সেই শিক্ষার্থী বাংলায় ৩০ এর মধ্যে ৩০, ইংরেজিতে ৩০ এর মধ্যে ২৭.৩০ পেয়েছেন মাত্র ১ মাস ব্যবধানে অনুষ্ঠিত হওয়া ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ।

 

আরো অভিযোগ উঠেছে, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে মেধাতালিকায় ১০০ ক্রমিকের মধ্যে থাকা ৭০ জনেরও বেশি শিক্ষার্থীই তাদের নিজ নিজ ইউনিটে ফেল করেছেন।তবে  ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশ্নফাঁসের অভিযোগ স্বীকার করে নেন।

 

‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১২ অক্টোবর । ওইদিনই প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনেও প্রশ্নফাঁসের প্রমাণ পান।গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ফল প্রকাশ করে এই অভিযোগের মধ্যেই।

 

তাসনিম বিন আলম, ‘ঘ’ ইউনিট বিজ্ঞান শাখায় প্রথম হয়েছেন । তিনিও নিজ অনুষদ ‘ক’ ইউনিটের পরীক্ষায় পাশ করতে পারেননি। ১২০ নম্বরের মধ্যে পেয়েছিলেন ৪৩.৭৫ নম্বর। আর ‘ঘ’ ইউনিটে ১২০ এর মধ্যে পেয়েছন ১০৯.৫০ নম্বর।

 

 

 

ই-বার্তা / ডেস্ক