ঘরোয়া ক্রিকেট ফেরানোর ভাবনা বিসিবির

বাংলাদেশে ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর শেষ পর্যন্ত আলোর মুখ না দেখলে সেই সময়ে ঘরোয়া ক্রিকেট ফেরানোর বিষয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) যে স্বাস্থ্য নির্দেশিকা পাঠিয়েছে, সেগুলো মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলা সম্ভব নয়।

স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, সিরিজটা না হলে ওই সময়ে বিকল্প কি ভাবছে বিসিবি? সংস্থাটির সভাপতি নাজমুল হাসান জানালেন, দেশে ক্রিকেট ফেরানোর কথা।

‘আমরা ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসব। নিজেরা ঘরোয়া ক্রিকেট শুরু করব, এখনই। কী করব, এখনই বলছি না। কিছু তো একটা করবই। ক্রিকেট আমরা মাঠে ফেরাব। খুব শিগগিরই।’ -সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন নাজমুল হাসান।

করোনার কারণে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতেই স্থগিত হয়ে যায়। মাত্র এক রাউন্ড খেলা হয়েছিল। করোনা পরবর্তী সময়ে স্থগিত ঢাকা লিগ শুরু করতে হলেও বিসিবিকে চ্যালেঞ্জ নিতে হবে। কারণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ক্লাবগুলো খেলতে কতটা আগ্রহী হবে সেটি বড় বিষয়।

বিসিবি সভাপতি বলেন, ‘সব ক্লাব ম্যানেজ করতে পারব না, তবে যতটুকু ম্যানেজ করতে পারব, সেটাই আমরা করব। ৪০ জন ক্রিকেটার নিয়ে হতে পারে বা ৬০ জন, যতটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, করব। করোনাভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটার ও সবার নিরাপত্তাও আমাদের দেখতে হবে। তবে খেলা মাঠে গড়াবে অবশ্যই।’