ঘাতক চালকের ৭ দিনের রিমান্ড

ই-বার্তা ডেস্ক ।।   বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহাম্মেদকে হত্যার মামলায় সুপ্রভাত পরিবহনের চালক সিরাজুল ইসলামের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম বুধবার বেলা পৌনে ৩টার পর তাকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এ সিদ্ধান্ত দেন।

এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর বসুন্ধরা এলাকায় যমুনা ফিউচার পার্কের উল্টো পাশের সড়কের জেব্রা ক্রসিংয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরীকে চাপা দিয়ে হত্যা করা হয়।

এই ঘটনার আগে সিনথিয়া সুলতানা মুক্তা (২০) নামে এক তরুণীকে সাহজাদপুরের বাঁশতলা এলাকায় চাপা দেয় সিরাজুল। ওই তরুণীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পরবর্তী দুর্ঘটনা ঘটে। মুক্তা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আবরারকে হত্যার ঘটনায় তার বাবা ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরীর মামলা দায়ের করেছেন। ওই মামলায় চালক সিরাজুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়।

ই-বার্তা / শাহাদাত ছৈয়াল