ঘুমিয়ে থাকায় আদালতে হাজিরা দেননি খালেদা জিয়া

ই-বার্তা ডেস্ক।।  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়েছে।  কারা কর্তৃপক্ষ জানিয়েছে, খালেদা জিয়া ঘুমে থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি।  পরে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৩ মার্চ ধার্য করেছেন আদালত। 

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালত-৯-এ গতকাল দুপুর ১২টার পর এজলাসে ওঠেন বিচারক শেখ হাফিজুর রহমান।  তখন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে জানান, খালেদা জিয়াকে আদালতে আনা হয়নি।  আদালত তখন কারা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কারা কর্তৃপক্ষের প্রতিনিধি আদালতকে জানান, ‘খালেদা জিয়া ঘুমাচ্ছেন।  তাই তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।’

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ।  এ জন্য ঘুম থেকে উঠতে পারেননি।’ 

এ সময় আদালতে উপস্থিত মামলার আসামি মওদুদ আহমদ দুদকের আইনজীবীর কাছে জানতে চান, ‘খালেদা জিয়াকে কেন আদালতে আনা হলো না? এর উত্তর জানতে হবে। আদালতে আসা না আসা খালেদা জিয়ার ওপর নির্ভর করে না।  তিনি নিশ্চয়ই গুরুতর অসুস্থ?’

জবাব দিতে গিয়ে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘কারা কর্তৃপক্ষ কি খালেদা জিয়াকে আনতে পারেন না? পারেন। কিন্তু উনি সম্মানিত ব্যক্তি।  আমরাও তাহলে কর্তৃপক্ষকে বলব, যেভাবে পারেন আনবেন।  কিন্তু তিনি গুরুতর অসুস্থ, এ জন্য ঘুম থেকে ওঠেননি-এমন কথা ঠিক নয়।’

মওদুদ তখন দুদকের আইনজীবীর উদ্দেশ্য বলেন, ‘খালেদা জিয়া ঘুমিয়ে আছেন মানে কী?’ জবাবে দুদকের আইনজীবী বলেন, ‘খালেদা জিয়া দুপুর ১২টা পর্যন্ত ঘুমাচ্ছেন।’ তখন উপস্থিত আসামিপক্ষের আইনজীবীরা সমস্বরে বলে ওঠেন, খালেদা জিয়া এর আগে ঠিকই আদালতে হাজির হয়েছেন।

তর্ক-বিতর্কের মাঝে বিচারক শেখ হাফিজুর রহমান আরেক আসামি ব্যারিস্টার মওদুদ আহমেদকে উদ্দেশ্য করে বলেন, ‘কারা কর্তৃপক্ষ তো আমাকে বলে গেছেন কী কারণে খালেদা জিয়া আদালতে আসেননি।’ এরপর বিচারক মামলার পরবর্তী অভিযোগ গঠনের শুনানি ৩ মার্চ ধার্য করেন।

এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু