ঘূর্ণিঝড়ে কাঁদছে আফ্রিকার কিছু দেশ

ই-বার্তা ডেস্ক।।  ঘূর্ণিঝড়ে কাঁদছে আফ্রিকার কিছু দেশ।  আঘাত হানা ঘূর্ণিঝড় ইদাইয়ে জিম্বাবুয়ে, মোজাম্বিক ও মালাওয়িতে প্রাণহানির সংখ্যা ২০০ পার হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

এর মধ্যে আফ্রিকার স্থলবেষ্টিত দেশ জিম্বাবুয়ের স্থানীয় সরকারের মন্ত্রী জুলি মোয়ো জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘ইদাই’ এর আঘাতে সেখানে প্রায় ৯৮ জনের প্রাণহানি হয়েছে ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাশ্ববর্তী দেশ মোজাম্বিক ও মালাওয়িতে শুরু হওয়া এ ঘূর্ণিঝড়টি শুক্রবার (১৫ মার্চ) জিম্বাবুয়েতে আঘাত হানে। চলমান এ ঘূর্ণিঝড়ে দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও ব্রিজ-কালভার্ট।

মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মিনানগাগওয়া।

উল্লেখ্য, ঘূর্ণিঝড়টিতে সৃষ্টি হওয়া বন্যায় মালাওয়িতে ৫৬ জনের প্রাণহানি এবং ৫৭৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার।

ই-বার্তা/ মাহারুশ হাসান