ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে কলকাতা বিমানবন্দর বন্ধ

ই- বার্তা ডেস্ক।।   ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকছে বিমানবন্দরটি। এ সময়ে কোনো বিমান ওঠা-নামা করবে না।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। সন্ধ্যার পরই শক্তি বাড়িয়ে আছড়ে পড়তে চলেছে বুলবুল। 

সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি চলছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইছে দমকা ঝড়ো হাওয়া। এ জন্য কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

কলকাতা বিমানবন্দরের পরিচালক কৌশিক ভট্টাচার্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

কলকাতার আলিপুর আবহাওয়া অফিস বলছে, শনিবার সন্ধ্যার পরই সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে বুলবুল। ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বুলবুল। এর বেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। ইতিমধ্যেই বুলবুলের প্রভাবে কলকাতায় অঝোরে বৃষ্টি চলছে।