ঘূর্ণিঝড় বুলবুল: গাইবান্ধার আকাশে কালো মেঘের ঘনঘটা

ই-বার্তা ডেস্ক।। বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। গাইবান্ধায় কোনো হুঁশিয়ারি সংকেত নেই, তবুও এর কিছুটা প্রভাব পড়েছে এ জেলায়।

শনিবার (৯ নভেম্বর) সকাল থেকেই গাইবান্ধার আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে।

সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও জেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। চারিদিক অন্ধকারাচ্ছন হয়ে পড়েছে। সঙ্গে বইছে হিমেল বাতাস। হালকা কুয়াশাও পড়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের খবরে গাইবান্ধা বাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সকাল থেকেই জেলার প্রধান প্রধান সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা ছিলো খুবই কম। পাশাপাশি লোকজনের উপস্থিতি কম দেখা গেছে।

তবে ভিন্ন চিত্র দেখা গেছে জেলার ব্রহ্মপুত্র ও ঘাঘট নদের তীরবর্তী এলাকায়। স্থানীয় জেলেরা সকাল থেকেই নদীতে মাছ ধরছেন।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন জানান, আবহাওয়া অফিসের তথ্যমতে গাইবান্ধা জেলাটি ঘূর্ণিঝড় বুলবুল-এর আওতামুক্ত। অন্যান্য জেলাগুলোতে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনায় গাইবান্ধা জেলারও সোমবারের (১১ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।