চকবাজারে ভয়াবাহ আগুনে প্রাণ গেল ৫৭ জনের

ই-বার্তা ডেস্ক।।  সময় যতই যাচ্ছে লাশের সংখ্যাও বাড়ছে।  আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই লাশের সন্ধান চালানো হচ্ছে।  ইতিমধ্যে ৫৭জনের মৃতদেহ উদ্ধার  করা হয়েছে।  নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল জুলফিকার বলছেন, একটি ব্যাগে একাধিক লাশ থাকতে পারে। ভেতরে আরো অনেক লাশ থাকতে পারে।

রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে।  রাত সাড়ে তিনটার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও  কিছুক্ষণ পর আবারও আগুনের তীব্রতা বৃদ্ধি পায়।  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।  ফায়ার সার্ভিসের কর্মীরা স্ট্রেচারে করে ব্যাগ ভর্তি করে একের পর এক লাশ বের করে নিয়ে আসছেন।  কতজন দগ্ধ হয়েছেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি।  অর্ধশতাধিক ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি। 

প্রাথমিক ধারণা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত।  ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন বলেন, ফায়ার সার্ভিসের শতাধিক কর্মীসহ অনেকেই এখানে কাজ করছেন।  এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা।  যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসা দেয়া।  আগুন নিয়ন্ত্রণে আসার পর আমরা ঘটনার তদন্ত করব। 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনালের আলী আহাম্মেদ খান জানিয়েছেন, আগুন লাগার পর থেকেই পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের অন্তত ৩৭টি ইউনিটের দুইশতাধিক কর্মী কাজ করছে।  এখানে বিভিন্ন ধরণের ক্যামিকেল আছে।  আমরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছি।

গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত বলেও নিশ্চিত করেছেন তিনি।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু