চট্টগ্রামে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

ই-বার্তা ডেস্ক।।  সোমবার রাত ১২টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি জাবেদ (২১) নিহত হয়েছেন।

এ ঘটনায় ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ গুলিবিদ্ধ হয়েছেন।  তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার আশিকুর রহমান জানান, রাত ১২টার দিকে যুবলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার অন্যতম আসামি জাবেদকে গ্রেপ্তারে জাম্বুরি পার্কসংলগ্ন কৃষি অফিসের পেছনে অভিযান চালায় পুলিশ।  পুলিশের অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করে। এই সময় পুলিশও পাল্টা গুলি করে।  এ ঘটনায় ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশের পায়ে গুলি লাগে।  এ সময় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয় সন্ত্রাসী জাবেদকে।  পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি চট্টগ্রামের পাহাড়তলী বাজারে গণপিটুনি দিয়ে যুবলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে মেরে ফেলা হয়।  সোহেলের পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।  এই ঘটনায় জাবেদসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু