চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

ই-বার্তা ডেস্ক।। চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান উপাচার্য ড. মো. আখতারুজ্জামানকে নতুন মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত তিন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে আলাদা তিনটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি হিসেবে স্থায়ী নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীন আখতার।

অন্যদিকে দীর্ঘদিন ধরে অভিভাবকহীন থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন)। চার বছর মেয়াদে তাকে নিয়োগ দেয়া হয়েছে।