চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ৩৪৬১ পরীক্ষার্থী

ই- বার্তা ডেস্ক।। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিন শনিবার (২ নভেম্বর) অনুপস্থিত থেকেছে ৩ হাজার ৪৬১ জন পরীক্ষার্থী। তবে কোনো পরীক্ষার্থীকে বহিস্কারের ঘটনা ঘটেনি।

শনিবার (২ নভেম্বর) সকালে অনুষ্ঠিত বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষা শেষে বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১ হাজার ২৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৮ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৫৫৯ জন এবং ছাত্রী ১ লাখ ১৬ হাজার ৪২৯ জন। মোট ২৩১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষায় ৩ হাজার ৪৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক জানান, এবারের জেডিসি পরীক্ষায় চট্টগ্রামের ৩১টি কেন্দ্রে ২০ হাজার ৩৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ৩২১ জন। অন্যদিকে ভোকেশনালে ৩ হাজার ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৩৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।