চবিতে গাঁজা সেবনকালে আটক ৬ শিক্ষার্থীকে বহিষ্কার

ই-বার্তা ডেস্ক।।  গতকাল বুধবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স ও ডিসিপ্লিনারি কমিটির সুপারিশক্রমে উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাময়িক বহিষ্কৃত ছয় শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না-এই মর্মে আগামী সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতেও বলা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে আটক ছয় শিক্ষার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। দণ্ডবিধির ২৯১ ধারা অনুযায়ী তাদের এই জরিমানা করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল মুকিত সিয়াম, রাজনীতি বিজ্ঞান বিভাগের শামীম আহসান, অর্থনীতি বিভাগের জিসান বড়ুয়া, ইংরেজি বিভাগের মাহমুদুল হাসান সানি, আন্তজার্তিক সম্পর্ক বিভাগের মহিউদ্দিন জালাল। তারা সবাই ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাইফ সিয়াম।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম