চলছে শেষ মুহূর্তের নানা মেরুকরণ

ই- বার্তা ডেস্ক ।।  ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মেরুকরণের প্রচেষ্টা চলছে। নির্বাচনে জয়ের ফসল ঘরে তুলতে এ প্রচেষ্টা। 

দেশের ‘দ্বিতীয় পার্লামেন্ট’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন আগামীকাল। ২৮ বছর পর অনুষ্ঠেয় এ নির্বাচনে ডাকসুর পাশাপাশি হল সংসদ নির্বাচনও হচ্ছে।  সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হবে ১৮টি আবাসিক হলে স্থাপিত ভোট কেন্দ্রে।  নির্বাচন সামনে রেখে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শনিবার মধ্য রাতে শেষ হয়।   ডাকসু নিয়ে সাদা দল সমর্থিত শিক্ষকরা সংবাদ সম্মেলন করবেন আজ।

সরেজমিন দেখা গেছে, নির্বাচন ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

নির্বাচন প্রাক্কালে ডাকসুর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের   বলেন, ২৮ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে বিধায় আমাদের নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে।  সবার আন্তরিক প্রচেষ্টার ফলে আমরা তা পেরেছি। 

৩ মার্চ সন্ধ্যায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।  সেই সন্ধ্যায়ই শুরু হয়েছিল নির্বাচনী প্রচার।  এ নির্বাচনে বিভিন্ন ছাত্রসংগঠন প্যানেল দিয়েছে।  প্যানেল দিয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে গড়া একাধিক জোট।  সবমিলে শুধু ডাকসুতেই ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ ২২৯ প্রার্থী আছেন। 

মূলত সংগঠনগুলোতে কয়েকটি পদের বিষয়ে অনড় অবস্থানই বৃহৎ ঐক্য গঠন প্রক্রিয়ায় মূল প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে জানা গেছে।  এদিকে সরকারবিরোধী সংগঠনগুলোর এমন অবস্থান ছাত্রলীগকে ভাবিয়ে তুলেছে। 

অন্যদিকে  হল সংসদ নির্বাচন নিয়ে কিছুটা বিপাকে রয়েছে ছাত্রলীগ।  আগামীকাল নির্বাচন হলেও ১৮টি হলের বিভিন্ন পদে এখনও সংগঠনটির প্রায় ২৫-৩০ জন বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন।  যদিও তারা নিজেদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন। 

ই- বার্তা / আরমান হোসেন পার্থ