চলতি মাসেই শতাব্দীর দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ

ই-বার্তা।।  চলতি মাসেই দেখা যাবে শতাব্দীর দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ।পূর্ণ চন্দ্রগ্রহণের বিষয়টি জানিয়েছে ‘মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস’(এমওইস)। ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে আরো জানা গেছে, চলতি মাসের ২৭ তারিখ হবে পূর্ণ চন্দ্রগ্রহণ ।

 

শনিবার (১৪ জুলাই) সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১২টা নাগাদ গ্রহণ শুরু হলেও পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে যাবে রাত ১টার দিকে। তার পরে প্রায় ২ ঘণ্টা ৪৩ মিনিট পর থেকে আবারও মুখ দেখাতে শুরু করবে চাঁদ।

 

জুলাইয়ের ২৭-২৮ তারিখ, পৃথিবী থেকে তার সাধারণ দূরত্বের তুলনায়, অনেকটাই দূরে থাকবে চাঁদ। এবং তার গতিও হবে ধীর।এর আগে, দীর্ঘতম চন্দ্রগ্রহণ হয়েছিল ২০০০ সালের ১৬ জুলাই। সময় ছিল ১ ঘণ্টা ৪৬ মিনিট। এই শতাব্দীতে এর আগে এমন লম্বা পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল ২০১১ সালের ১৫ জুন। সময় ছিল ১ ঘণ্টা ৪০ মিনিট।