চলে যাচ্ছেন এবিডি ভিলিয়ার্স’ও

ই-বার্তা ডেস্ক।।    স্মিথ-ওয়ার্নার ফিরে গেছেন আগেই। এবার ফিরে যাচ্ছেন এবিডি ভিলিয়ার্স’ও। তবে ইঞ্জুরি নয়, তার ফিরে যাওয়ার কারণ একান্তই ব্যক্তিগত। মূলত পরিবারকে সময় দিতেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার। আগামী ২ই ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে বিদায় নেবেন তিনি।

তবে যাওয়ার আগে এবিডি জানিয়েছেন বিপিএল,রংপুর নিয়ে তার অনুভূতি এবং চলে যাওয়ার কারণ। এবিডি বলেন, ‘সত্যি বলতে খুব অল্পসময়ই রংপুর দলে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু হয়ে গেছে। দলের টিম ম্যানেজমেন্ট কিংবা খেলোয়াড়- সবাই বেশ আন্তরিক। দলের ভেতরের পরিবেশও অসাধারণ। কিন্তু আমি বেশ খানিকটা আবেগপ্রবণ মানুষ। আমি আমার পরিবারকে সময় দেয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছি। একই কারণে বিপিএল থেকেও বিদায় নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখানের সময়টা আমি বেশ উপভোগ করছি। আমি পরের আসরেও এখানে খেলতে চাই। আরও বেশি সময়ের জন্য। সে ব্যাপারে দলের কর্তাদের সঙ্গে কথা বলেই যাবো।’

উল্লেখ্য, এবারই প্রথম বিপিএল খেলতে আসেন এই প্রোটিয়া সেনসেশন। গত ম্যাচে ঢাকার বিরুদ্ধে খেলেছে ৫০ বলে ১০০ রানের একটি দুর্দান্ত ইনিংস।

ই-বার্তা/ মাহারুশ হাসান