চাঁপাইনবাবগঞ্জে আইসক্রিম বিক্রেতার কাছ থেকে ৫ শিশু উদ্ধার

ই-বার্তা ডেস্ক।।   চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ডালিমবাড়িয়া ভূতপুকুর থেকে পাঁচ শিশুসহ পাচারচক্রের সন্দেহভাজন এক সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে ডালিমবাড়িয়া ভূতপুকুরের একটি আম বাগান থেকে পাঁচ শিশুসহ পাচারচক্রের সদস্যকে আটক করে পুলিশ।

আটককৃত ব্যাক্তির নাম রবিউল ইসলাম। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পালশা গ্রামের এনামুল হকের ছেলেতনা

ঘটনায় উদ্ধার করা শিশুরা হলো- পিরপুকুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আব্দুর রহমান (৮), আব্দুল খালেকের ছেলে সেলিম হোসেন (৬), মোহাম্মদ কলিমের ছেলে ইসমাইল হোসেন (৪), নাইমুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (৭) ও কাব্বির হোসেন (৫)।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশের ওসি জিয়াউর রহমান। তিনি বলেন, সকালে সদর উপজেলার পিরপুকুর এলাকার চার পরিবারের পাঁচ শিশু নিখোঁজ বলে থানায় অভিযোগ করেন অভিভাবকরা। এরপর পুলিশের কয়েকটি দল অভিযানে নামে। দুপুরে ডালিমবাড়িয়া ভূতপুকুরের একটি আম বাগান থেকে পাঁচ শিশুসহ রবিউলকে আটক করা হয়। রবিউল ইসলাম ওই এলাকায় আইসক্রিম বিক্রি করে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম