চাকরির লোভ দেখিয়ে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা

ই-বার্তা ।।  রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে বিক্রির চেষ্টাকালে এক গার্মেন্টস কর্মীকে উদ্ধার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। এসময় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার খাগা গ্রামের আব্দুর রবের ছেলে আবু সামা (২১) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার পুরাতন বখরবা গ্রামের তোফাজ্জেল মন্ডলের ছেলে আরিফুল ইসলাম (২১)।

উদ্ধার হওয়া ওই তরুনী জানায়, সে নেত্রকোনা জেলার কমলগঞ্জ উপজেলার এক দরিদ্র পরিবারের মেয়ে। জীবিকার তাগিতে সে রাজধানীর একটি গার্মেন্টন্সে কাজ করে। তার সাথে একই গার্মেন্টন্সে ওই দুই যুবকও কাজ করে। সে সূত্রে তাদের মধ্যে পরিচয়।

বেশী বেতনে অন্য গার্মেন্টন্সে কাজের প্রলোভন দেখিয়ে শুক্রবার (৬ এপ্রিল) দুপুরে ওই দুই যুবক তাকে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসে। তাদের কথাবার্তায় আমাকে পতিতা পল্লীতে বিক্রির বিষয়টি বুঝতে পেরে চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়।

গোয়ালন্দঘাট থানার এএসআই তমাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পাচারকারীকে গ্রেফতার ও ওই তরুনীকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় উদ্ধার হওয়া তরুনী বাদি হয়ে শনিবার (৭ এপ্রিল) গোয়ালন্দঘাট থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেছে।