চারদিনের টেস্টের বিরুদ্ধে কোহলি

ই-বার্তা ডেস্ক।।   ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চিন্তা করছে, টেস্ট ক্রিকেটকে স্থায়ীভাবে চার দিনে নামিয়ে আনা হবে। সময় ও সূচি বাঁচানোর জন্য চার দিনের টেস্ট বাধ্যতামূলক করতে যাচ্ছে আইসিসি। এই প্রস্তাবের শক্তভাবে বিরোধীতা করলেন বিরাট কোহলি।  

কেউ পক্ষে, কেউ বিপক্ষে জোর গলায় কথা বলছেন। বেশির ভাগ বর্তমান ক্রিকেটারই বলছেন, এটা টেস্ট ক্রিকেটের ক্ষতি করবে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘আমার মতে পরিবর্তনের কিছু নেই। আমি আগেও বলেছি, দিবারাত্রির টেস্ট দিয়েই এই ফরম্যাটের বাণিজ্যিকীকরণ হয়ে গেছে। ওটাই সর্বোচ্চ পরিবর্তন। এখানে আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই।’  

তিনি বলেন, ‘আমি কোনোভাবেই চার দিনের টেস্টের পক্ষে নই। এটা হলে সেটা ক্রিকেটের সবচেয়ে শুদ্ধতম ফরম্যাটের জন্য খুব বাজে একটা ব্যাপার হবে। এভাবেই তো ক্রিকেট শুরু হয়েছিল। আমরা তো বরাবরই জেনে এসেছি যে, টেস্টই হলো আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ধাপ।আপনি যখন কেবল সংখ্যা, বিনোদন আর আর্থিক লাভের ব্যাপারটাই দেখবেন তখন বোঝা যায়, আপনার উদ্দেশ্য ভালো না। একটা সময় আপনি তখন তিন দিনের টেস্টের কথা বলবেন। এর শেষটা কিসে হবে জানেন? আপনি টেস্ট ক্রিকেটটাকেই বাতিল করে দেবেন।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু