চীনকে ঠেকাতে ভারতকে সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ই-বার্তা।।  ভারতের কাছে ২৪ এমএইচ-৬০ হেলিকপ্টার বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। চীন যখন ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বাড়াতে তৎপর, তখন দেশটির সাবমেরিনকে টার্গেট করে মিত্র দেশের ধ্বংসাত্মক অস্ত্রসম্ভার শক্তিশালী করছে ওয়াশিংটন।

লকহিড মার্টিনের তৈরি এমএইচ-৬০আর হেলিকপ্টারকে রোমিও নামে ডাকা হয়। জাহাজ ও সাবমেরিনকে তাড়িয়ে বেড়াতে এ বিমানের পরিকল্পনা করা হয়েছে।

গত বছরের শেষ দিকে সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টারে কিনতে চেয়ে আবেদন করেছিল ভারত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনগত প্রক্রিয়া সমাধানের জন্য বিষয়টি মার্কিন কংগ্রেসকে জানানো হয়েছে।

পরবর্তীত সময় ২৬০ কোটি ডলারের ২৪ হেলিকপ্টার ক্রয়ে ভারতকে সবুজ সংকেত দেয়া হয়েছে।

এ ছাড়া সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে এই হেলিকপ্টারটি ব্যবহার করা যাবে বলেও খবরে জানা গেছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত-মার্কিন কৌশলগত সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা এই বিক্রয় প্রস্তাব সমর্থন করছে। একটি বড় প্রতিরক্ষা অংশীদার হিসেবে নিরাপত্তা জোরদার করতে ভারতকে এ অস্ত্র সরবরাহ করা হচ্ছে।

ঠাণ্ডা যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছিল, কিন্তু পরে চীনের উত্থান ও ইসলামপন্থীদের মোকাবেলায় মূল প্রতিরক্ষা অংশীদারে পরিণত হয় দুই দেশ।

ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান শক্তিবৃদ্ধিকে বিপদসংকেত হিসেবে বিবেচনা করছে ভারত।

সুত্রঃ এক্সপ্রেস ট্রিবিউন।