চীনা পণ্যে শুল্ক হার কমাতে চাপে ট্রাম্প

ই-বার্তা ডেস্ক।।  চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন বিশ্বের নামকরা জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এবং মার্কিন নাগরিকেরা।  

বিবিসি জানিয়েছে, নাইকি-এডিডাসসহ ১৭৩ কোম্পানি ট্রাম্পকে চিঠি লিখেছে।  তারা বলছে, চীনা পণ্যের ওপর অতিরিক্ত কর আরোপ সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে।  ব্যবসায় ধস নামতে পরে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানগুলো। 

প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেয়ার পর একের পর এক চীনা পণ্যে শুল্কারোপ করে দেশটির রপ্তানি বাণিজ্য কোণঠাসা অবস্থায় নিয়ে গেছেন।

ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।

যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ অফিসের তথ্যানুযায়ী, ২০১৮ সালে চীন থেকে ৫৩ হাজার ৯৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র এবং বাণিজ্য ঘাটতি ছিল ৪১ হাজার ৯২০ কোটি ডলার। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু