চীনের রাসায়নিক কারখানায় বিষ্ফোরণ, নিহত ৪৪

ই-বার্তা ডেস্ক।।  চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এই বিষ্ফোরণে ৪৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

এ দুর্ঘটনায় ৬৪০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, ইয়াংছিনেং এলাকার তিনিশি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।  সার কারখানাটি বিস্ফোরণের পর বিরাট আগুনের কুণ্ডলির সৃষ্টি হয়।  পুরো এলাকা ধূয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের সময় ২ দশমিক ২ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে চীনের ভূমিকম্প জরিপ অধিদপ্তর।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু