চীনে তুষারপাতে প্রাণ হারাচ্ছে পশুরা

ই-বার্তা ডেস্ক।।   চীনের পশ্চিমাঞ্চলে গ্রামগুলো প্রায় ৫ হাজার মিটার উপরে অবস্থিত। সেখানেই তুষারপাতে মারা গেছে কয়েক হাজার পশু। স্থানীয় সড়কও বরফে প্রায় ১৮ ইঞ্চি ঢেকে গেছে।

সেখানকার শ্রমিকরা নিজেদের উৎপাদিত পণ্য সরবরাহের জন্যে বরফে ঢেকে যাওয়া সড়ক পরিষ্কার করার চেষ্টা করছেন। তবে প্রবল বাতাস এবং তুষারপাত তাদের সে চেষ্টায় ব্যাঘাত ঘটাচ্ছে।

কর্তৃপক্ষ ইতোমধ্যেই দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কিংঘাই প্রদেশের স্বায়ত্ত্বশাসিত ইউশু তিব্বতি এলাকাটিতে পশু চিকিৎসক, ওষুধ এবং পশু খাদ্য পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি নিউজ এজেন্সি শিনহুয়া।

ই-বার্তা/ মাহারুশ হাসান