চুনোপুঁটি ধরে সরকার তাদের দুর্নীতি আড়াল করতে চায়ঃ ফখরুল

ই- বার্তা ডেস্ক।।  ‘সরকারে যারা আছেন তারা ৭ নভেম্বর-কে স্বীকার করেন না’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারা স্বীকার করবে কেন? তারা তো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাস করেন না।’

‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বোভৌমত্বে বিশ্বাস করে, বাংলাদেশ-কে সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে দেখতে চায়, তারা অবশ্যই ৭ নভেম্বর-কে বিশ্বাস করে এবং মনে ধারণ করে।’

আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে মহানগর নাট্যমঞ্চে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘চুনোপুঁটি ধরে আর ক্যাসিনো গল্প সাজিয়ে সরকার তাদের দুর্নীতি আড়াল করতে চায়’ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘সরকার নিজেদের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে নিয়ে গেছে ফলে তাদের চুনোপুঁটিগুলোকে ধরতে হচ্ছে। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এ চুনোপুঁটি ধরে আর ক্যাসিনো গল্প সাজিয়ে মূল দুর্নীতি থেকে আপনি (প্রধানমন্ত্রী) জনগণের দৃষ্টি আড়াল করতে পারবেন না।’

‘ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, এর হিসাব কোথায়? শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছেন, তার হিসাব কোথায়? তার হিসাব থাকবে না এ কারণেই যে, তার কেউ আপনাদের মন্ত্রী, কেউ আপনাদের উপদেষ্টা, আবার কেউ আপনাদের আপনজন।’

বিএনপি মহাসচিব বলেন, গতকাল সারাদিন সাদেক হোসেন খোকার বিভিন্ন জানাজা ছাড়া আর কোনো খবর ছিল না। আজ আমাদের পত্র-পত্রিকাগুলোকে লক্ষ্য করবেন, এটাকে বেশির ভাগ পত্রিকা ভেতরের ও পেছনের পেজে দিয়েছে। আমি জানি মিডিয়াগুলোকে প্রশ্ন করলে তারা বলবে, আমাদের করার কিছু নেই। আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। কেউ নির্দেশে করছে আবার কেউ স্বপ্রণোদিতভাবে করেছে, কারণ এটা ছাপলে হয়তো বা তার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। যারা কথা বলেন তাদের টেলিভিশনে ডাকা হয় না, যারা লেখেন তারা ঘর থেকে বের হতে পারেন না।