চুয়াডাঙ্গায় গোডাউনে আগুন, হাজার মণ পাট পুড়ে ছাই

ই- বার্তা ডেস্ক।।   চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় এক হাজার মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে।

আজ রোববার ভোররাতে উপজেলার পশুহাট এলাকায় এ অগ্নি7কাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার পশুহাট এলাকায় বেশ কিছু পাটের গোডাউন রয়েছে। তার মধ্যে মহিবুল ইসলামের একটি গোডাউনে ভোররাতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস সেখানে গিয়ে কিছুক্ষণ চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে চুয়াডাঙ্গা থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভির অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুস সালাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে এক হাজার মণ পাট ভস্মীভূত হয়েছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম