চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

ই-বার্তা ডেস্ক।।  গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।  আইনশৃঙ্খলা  বাহিনীর দাবি, নিহত ব্যক্তি একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।  

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।  নিহত ব্যক্তির নাম রুহুল আমীন।  তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়া এলাকার বাসিন্দা বলেও জানান তিনি।

ওসির বলেন, ‘গতকাল রাতে একদল মাদক ব্যবসায়ী উকতো গ্রামের মধ্য দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার করবে, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাঁশবাগানে অবস্থান নেয় সদর থানার একটি টহল দল।  রাত ২টার দিকে সাত-আটজন মাদক ব্যবসায়ী মাথায় করে বস্তাভর্তি মাদক বহন করছিলেন।  সে সময় চ্যালেঞ্জ করা হলে তাঁরা অতর্কিতে পুলিশের ওপর গুলি চালায়।  পুলিশও পাল্টা গুলি করে।’

‘প্রায় ১৫ মিনিট গোলাগুলির পর মাদক ব্যবসায়ীরা পিছু হটে।  সে সময় স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ মাদক ব্যবসায়ী রুহুল আমীনকে উদ্ধার করা হয়।  পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রুহুলকে মৃত ঘোষণা করেন’।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুটি গুলি, দুটি ধারালো হাসুয়া ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে দাবি করে পুলিশ।  

ই-বার্তা/সালাউদ্দিন সাজু