ছন্দে ফেরার ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

ই- বার্তা।।  পিএসজি-র বিরুদ্ধে বুধবারের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে সাময়িক স্বস্তি রিয়াল মাদ্রিদ শিবিরে৷ গত কয়েক সপ্তাহে বার বার হোঁচট খাওয়া মাদ্রিদ, আরেক ‘রিয়াল’ সেসিয়েদাদের বিরুদ্ধে বড় জয় তুলে নিল লা লিগা ম্যাচে৷ উল্লেখযোগ্য বিষয় হল, চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন দলের এক নম্বর তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ ঘরের মাঠে সিআর সেভেনের হ্যাটট্রিক যদি কোচ জিদানকে আশ্বস্ত করে, তবে এক জোড়া  গোল হজম করার বিষয়টাই যা একটু চিন্তায় রাখছে মাদ্রিদ শিবিরকে৷

স্যান্টিয়াগো বার্নাব্যু-তে রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলের একতরফা ম্যাচে পরাস্ত করে মাদ্রিদ৷ একাই তিনটি গোল করেন রোনাল্ডো৷ অপর গোল দু’টি লুকাস ও টনি ক্রুজের।

ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় মাদ্রিদ৷ ম্যাচ শুরুর ৪৯ সেকেন্ডের মধ্যেই সোসিয়েদাদের রক্ষণ ভেঙে ফেলেন লুকাস৷ বক্সের বাঁ-দিক থেকে রোনান্ডোর ভাসানো ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি৷ ২৭ মিনিটে মার্সেলোর পাস থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে ২-০ করেন রোনাল্ডো৷

তিনি৷ ৩৭ মিনিটে মদ্রিচের ক্রস থেকে হেডারে সোসিয়েদাদের গোলমুখ খুলে ফেলেন ক্রিশ্চিয়ানো৷ ম্যাচে রিয়ালের এটি চতুর্থ গোল, রোনাল্ডোর দ্বিতীয়৷

দ্বিতীয়ার্ধে সোসিয়েদাদকে মরিয়া লড়াইয়ে নামতে দেখা যায়৷ ৭৪ মিনিটে মিকেলের পাস থেকে সোসিয়েদাদের হয়ে ব্যবধান কমান জন বতিস্তা৷ ৮২ মিনিটে রোনাল্ডোর হ্যাটট্রিক সূচক গোলে রিয়াল পুনরায় ব্যবধান বাড়িয়ে ৫-১ করে৷ ৮৩ মিনিটে ইলারামেন্দির গোলে আরও একবার স্বান্তনা খুঁজে নেয় সোসিয়েদাদ৷

ঘরের মাঠে জয়ে ফিরে রিয়াল কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেইমারদের মহড়া নেওয়ার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখল তা নয়৷ বরং ভ্যালেন্সিয়াকে টপকে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে চলে আসে৷ ২২ ম্যাচে ৪২ পয়েন্ট রয়েছে জিদানদের পকেটে৷ সমসংখ্যক ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা৷ মাঝে ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দু’নম্বর জায়গা দখলে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ৷

 

ই- বার্তা/ এ এস