ছাত্রলীগের পদ ফিরে পেলেন সেই ইশা

ই-বার্তা ।।  বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতি ইশরাত জাহান এশাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কার প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ শুক্রবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাই্নের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

বহিস্কারাদেশ প্রত্যাহার পত্রে বলা হয়, ইশরাত জাহান ইশা ( সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, কবি সুফিয়া কামাল হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়)- তদন্ত কমিটির রিপোর্ট অনিসারে সম্পূর্ন নির্দোষ প্রমাণিত হওয়ায় তার উপর আরোপিত বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পূনর্বহাল করা হলো।

উল্লেখ্য-কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের মারধর ও মোরশেদা বেগম নামের উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীর পায়ের রগ কেটে দিয়েছেন সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশা ছাত্রীদের পাঠানো এমন একটি ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তাকে তাৎক্ষনিক ভাবে ছাত্রলীগের পদ থেকে বহিস্কার করা হয়।