ছাত্র রাজনীতি দলগুলোর পেশিশক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছেঃ জি এম কাদের

ই- বার্তা ডেস্ক।।   জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মন্তব্য করেছেন যে, ছাত্র রাজনীতি দলগুলোর পেশিশক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে ।

আজ বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘আমাদের ছাত্র রাজনীতির গর্বিত ঐতিহ্য রয়েছে। এমন ইতিহাস রয়েছে, দেশের জন্য ছাত্ররা জীবন দিতে দ্বিধাবোধ করেননি। সেই ঐতিহ্য ম্লান হতে বসেছে। আগে ছাত্রনেতারা সাধারণ মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিল। ছাত্র রাজনীতির কাছ থেকে নেতারাও কিছুটা গ্রহণ করতেন। সেই রেকর্ড রয়েছে। আমরা দুটি ধারার রাজনীতি, চিরাচরিত ছাত্র রাজনীতি পরিবর্তন করতে চাই। ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য ফেরাতে চাই।’

তিনি বলেন, ‘ছাত্রদের আমরা লাঠিয়াল হিসেবে গড়ে তুলতে চাই না। তারা নীতি, আদর্শ দিয়ে মানুষের মন জয় করবে, ভয় দেখিয়ে নয়।’

ছাত্রদের নেতৃত্ব তৈরির মানসিকতা তৈরি করতে হবে জানিয়ে তিনি বলেন, ছাত্ররা যুক্তির চেয়ে আবেগ দিয়ে পরিচালিত হয় বেশি। যে কারণে তারা জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না। যে কারণে কখনও কখনও ভুল পথে পরিচালিত হতে পারে। যে কারণে তাদের সঠিক গাইডলাইন দিতে হবে। এ সময় ক্যাম্পাসভিত্তিক ছাত্র সংগঠন করতে হবে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘আমি চাই না সেখানে পেশিশক্তি ব্যবহার হোক। আমরা চাই, ছাত্ররাই নেতৃত্বে আসুক। বাবা জাতীয় পার্টি করে, ছেলে অন্য রাজনীতি করে, এমন কথা এসেছে। আমরা সেই নেতার সঙ্গে কথা বলব। যেন তারা একই আদর্শে অনুগত থাকে। তবে একজন পূর্ণবয়স্ক লোকের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়াটা আমি সঠিক মনে করি না।’