ছাত্র সমাজকে আমরাই বাঁচাবোঃ হৃদয়

ই-বার্তা ডেস্ক ।। ঢাকা মিরপুরে ”ইয়ুথ ক্লাব” নামক একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান বর্তমান ছাত্র সমাজকে মাদক ও নেশা মুক্ত করতে ও খেলাধুলা ও সংস্কৃতির প্রতি ছাত্র সমাজকে উৎসাহ দিতে নানা ধরনের কর্মকাণ্ডের উদ্যোগ  গ্রহন করে।  তার ধারাবাহিকতায় ইয়থ ক্লাব সম্প্রতি একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে।

ক্রিকেট টুর্নামেন্টটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকার গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান হৃদয় ও প্রধান বক্তা হিসসেবে ছিলেন আনোয়ার হোসেন লিটু ।

 

সাইদুর রহমান হৃদয় বলেন, আমদের ছাত্র সমাজে আজ মাদকের ভয়ঙ্কর থাবাই কেঁড়ে নিচ্ছে অনেক তাজা প্রান । তাই বেশি বেশি করে খেলাধুলা ও সংস্কৃতির প্রতি ছাত্র সমাজকে উৎসাহ দিতে হবে যাতে করে আমাদের সমাজের মেরুদণ্ড এই ছাত্র সমাজ ভুল পথে যেন পরিচালিত না হয় ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বংলা গড়ার জন্য আমরা ছাত্রলীগ যা করার করবো। আর এই সোনার বাংলা গড়ার মুল কারিগর আমাদের ছাত্র সমাজকে। এই যুব সমাজকে আমরা বাঁচাব। আর তার জন্য দরকার উদ্যোগ ও আন্তরিকতা। ঢাকা মহানগর উত্তর ছাত্ররলীগের অন্তর্গত সমস্থ থানা , ইউনিট ও কলেজের সকল ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আহবান জানান।

 

বক্তৃতা শেষে সাইদুর রহমান হৃদয় চ্যাম্পিয়ান দলকে ট্রফি প্রদান করেন ।

 

 

 

ই-বার্তা / ডেস্ক