‘ছিনতাইকারী ও চাঁদাবাজদেরকে পুলিশ এখন দৌঁড়ের ওপর রেখেছে’

ই- বার্তা ডেস্ক।।   ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া মন্তব্য করেছেন যে, ছিনতাইকারী ও চাঁদাবাজদেরকে পুলিশ এখন দৌঁড়ের ওপর রেখেছে ।

আজ শুক্রবার কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ সামনে রেখে এখনো বলার মতো কোনো ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি। তবে তার অর্থ এই নয় যে, ছিনতাইকারী, চাঁদাবাজ, অজ্ঞান পার্টির সদস্যদের কোনো অস্তিত্ব নেই। তারা আছে, তবে পুলিশ তাদের দৌঁড়ের ওপর রেখেছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, দুই মাস আগে থেকে গোয়েন্দা পুলিশ ছিনতাইকারী, চাঁদাবাজ, অজ্ঞান পার্টির সদস্যদের গতিপথ অনুসরণ করছে। তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে। আর এই অভিযান এখনও অব্যাহত আছে।

তিনি বলেন, ঈদে বেশিরভাগ মানুষ গ্রামে ফিরে যাবে। তাই ফাঁকা ঢাকা ও ঘরমুখী মানুষের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বাস, লঞ্চ, ট্রেনের টিকিট কালোবাজারি দমনে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া ফাঁকা ঢাকায় চুরি, ডাকাতি ঠেকাতে পুলিশের পাশাপাশি বিভিন্ন সিকিউরিটি এজেন্সির সদস্যরাও কাজ করবেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম