ছেলের হত্যাকারীদের সবার ফাঁসি চান আবরারের মা

ই-বার্তা ডেস্ক।।  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বুধবার আবরারের মা রোকেয়া খাতুন  কাঁদতে কাঁদতে ক্ষোভের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, যারা আমার ছেলেকে খুন করেছে বিচারিক আদালতে আমি তাদের প্রত্যেকের সর্বোচ্চ সাজা ফাঁসির দণ্ড চাই।

তিনি আকুতি জানিয়ে আরো বলেন, আহারে, আমি ভালো ছেলেকে নিজে হাতে বুয়েটে রেখে এসেছিলাম। ওরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করল আমার কলিজার টুকরা আবরারকে। আগে জানতে পারলে ছেলেকে বুয়েট থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতাম। 

অতি দ্রুত অভিযোগপত্র দেওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আবরারের ছোটো ভাই আবরার ফায়াজ, হত্যাকাণ্ডে জড়িত আরো পলাতক চার জন আসামিকে সত্বর গ্রেফতারের দাবি জানান। 

এ ছাড়া ভবিষ্যতে যাতে বুয়েটে এ রকম ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা গ্রহণের দাবিও তিনি করেন। পাশাপাশি যত সম্ভব বিচার কাজ সম্পন্ন ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে তা দ্রুত কার্যকর করতে হবে বলে উল্লেখ করেন ছোটো ভাই আবরার ফায়াজ।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু