ছেলে ও মায়ের পর বাবাও না ফেরার দেশে

ই-বার্তা ।। ছেলের ও মায়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় বাবা মানিক মিয়াও (৩৫) চলে গেলেন না ফেরার দেশে।

রাজধানীর মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মানিক মিয়ার মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার রাত ১২টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় গ্যাস লাইনে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। দগ্ধরা হলেন- মানিক মিয়া (৩৫), তার স্ত্রী মিনা (২৮) ও তাদের ৭ মাসের ছেলে সন্তান তামীম।

রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে শিশু তামিমকে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। বুধবার দুপুরে মিনা বেগম মারা যান। বাবা মানিক মিয়ার বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয়।