ছয় বছরের গোল খড়া কাটিয়ে মেসির জোড়া গোল, সেমিতে বার্সা

ই-বার্তা ডেস্ক।।  দীর্ঘ ছয় বছরের গোল খড়া কাটিয়ে এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানইউয়ের বিরুদ্ধে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।  চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ছয় বছর পর গোলের দেখা পেলেন তিনি।  যেটার উপর ভর করে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সা।    

ন্যু ক্যাম্পে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দিয়ে ফিরতি লেগে ৩-০ গোলে হারিয়েছে বার্সা।  মেসির জোড়া গোলের পাশে অন্যটি কৌতিনহোর।  প্রথম লেগে ম্যানইউর মাঠ থেকে ১-০তে জিতে এসেছিল কাতালান জায়ান্টরা।  দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামীতায় সেমির টিকিট কাটল আর্নেস্ট ভালভার্দের দল।

ঘরের মাঠে চেনা দর্শকের সামনে ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি পেয়েছিল বার্সা।  রেফারি প্রথমে স্পটকিকের বাঁশি বাজালেও ভিএআরের সাহায্য নিয়ে পরে সেটি বাতিল করে দেন।  তাতেও গোলের খাতা খুলতে খুব একটা দেরি হয়নি।  ১৬ মিনিটে বার্সাকে লিড এনে দেন লিওনেল মেসি।  অ্যাশলে ইয়ংয়ের থেকে বল কেড়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা।  চার মিনিট পর আবারও মেসির গোল।  তাতে ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ভুল ছিল চোখে পরার মতো। আসরে মেসির দশম গোল এটি।  

মধ্যবিরতির পর ফিরে ৬১ মিনিটে ফিলিপে কৌতিনহোর দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা।  ফলে ৩-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগে সেমির টিকিট নিশ্চিত করে ভালভার্দের শিষ্যরা। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু