জইশ-ই-মুহাম্মদের প্রধানের ছেলে ও ভাইসহ আটক ৪২ জঙ্গি

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের ছেলে হামাদ আজহার ও ভাই মুফতি আব্দুল রাউফসহ ৪২ জন জঙ্গিকে আটক করেছে পাকিস্তান সরকার।  

এছাড়া হাফিজ সইদের জামাত উদ দাওয়া ও ফালাহ ই ইনসানিয়ত-সহ ৭০টি সংগঠনকে নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত করেছে বলে জানিয়েছে পাক সরকার। 

কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মুহাম্মদের আত্মঘাতী বোমা হামলার পর ভারত পাকিস্তানকে বেশ কিছু জঙ্গি সংগঠন ও জঙ্গিদের নামের তালিকা দিয়েছিল।  আটক ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষণা করা জঙ্গি সংগঠনগুলো সেই তালিকায় রয়েছে।  

ভারতের দাবি, মুফতি আব্দুল রাউফ পঠানকোট থেকে পুলওয়ামাসহ আরো একাধিক সন্ত্রাসী হামলা পরিচালনা করেছিল।  তার আগে ১৯৯৯-র কন্দহরে বিমান অপহরণ, ২০০১-এর সংসদে হামলাও মুফতির নির্দেশেই হয়েছিল বলে দাবি করেছে ভারত। 

পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার খান আফ্রিদি বলেছেন, কোনও চাপের মুখে তারা জঙ্গি-বিরোধী অভিযান চালাচ্ছে না।  জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করতে জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।  আগামী দু’সপ্তাহ এই প্রক্রিয়া চলবে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু