জনগণের সহযোগিতা নিয়ে মাদকও নির্মূল করা হবেঃ আইজিপি

ই- বার্তা ডেস্ক ।।   আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মন্তব্য করেছেন যে, দেশ এখন উন্নয়নের মহাসড়কে থাকলেও মাদক ও জঙ্গিবাদের প্রধান প্রতিবন্ধক। তাই সফলভাবে জঙ্গি দমনের পর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাদক নির্মূল অভিযান চলছে। জনগণের সহযোগিতা নিয়ে মাদকও নির্মূল করা হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি বগুড়া পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, যারা মাদক ব্যবসা ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের পুনর্বাসন করা হবে। আর যারা তা করবে না তাদের ছাড় দেয়া হবে না।

বিকালে আইজিপি কবুতর ও বেলুন উড়িয়ে বগুড়া জেলা পুলিশ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন। অনুষ্ঠানে র‌্যাব-১৩ এর পরিচালক মোজাম্মেল হক, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, আবদুল জলিল, মোকবুল হোসেন, সফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম