জনপ্রতিনিধিদের বেতন বাড়ানোর সিদ্ধান্তে হতাশ ইমরান

ই-বার্তা ডেস্ক।।  বুধবার পাঞ্জাব পার্লামেন্টে জনপ্রতিনিধিদের বেতন বাড়ানোর বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। আর এই সিদ্ধান্তে চরম হতাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বিল পাশ হওয়ার পর স্পিকারের বেতন ৩৭ হাজার রুপি থেকে লাফিয়ে দুই লাখে পরিণত হয়েছে। আর ডেপুটি স্পিকার যেখানে পেতেন ৩৫ হাজার রুপি, তা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৫ হাজার। এভাবে মন্ত্রিপরিষদ সদস্য ও উপদেষ্টাদের বেতনও বেড়েছে।

বিল পাশের একদিন পর টুইটারে দেয়া এক পোস্টে ইমরান খান বলেন, পার্লামেন্টে মন্ত্রী, এমপিদের বেতন ও সুবিধা বাড়ানোয় আমি গভীরভাবে হতাশ।

তিনি বলেন, পাকিস্তানের সমৃদ্ধি ফিরে আসার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। কিন্তু এখন আমরা আমাদের সব নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধাগুলো দিতে পারিনি। এটা সমর্থনযোগ্য হতে পারে না।

ই-বার্তা/ মাহারুশ হাসান