জনসংখ্যায় চীনকে টপকে গেল ভারত!

ই- বার্তা ডেস্ক।।   ঘনবসতিতে এক নম্বরে থাকা ‘জন্মশত্রু’ চীনকে এবার টপকে যাচ্ছে ভারত।

আগামী আট বছরেই চীনকে পেছনে ফেলবে দেশটির তিন ভাগের এক ভাগ আয়তনের দেশ ভারত। সোমবার জনসংখ্যাবিষয়ক প্রকাশিত নতুন তথ্যে এমনটাই জানিয়েছে জাতিসংঘ। এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যাবে এবং ২০৬০ সালের দিকে তা সর্বোচ্চ সীমায় পৌঁছবে।

ধারণা করা হচ্ছে, চীনের জনসংখ্যা ২১০০ সালের মধ্যে প্রায় ৩৭ কোটি ৫০ লাখে পৌঁছানোর পর কমতে শুরু করবে। এখন যেখানে বিশ্বের মোট জনসংখ্যার প্রতি পাঁচজনে একজন চীনা, সেখানে ২১০০ সালের মধ্যে তা হবে প্রতি ১০ জনে একজনেরও কম।

নতুন গবেষণার ভিত্তিতে পাওয়া তথ্যে বলা হয়েছে, পৃথিবীর মোট জনসংখ্যা ২০৫০ সালের মধ্যে ৯.৭ বিলিয়নে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম