জবাব দিতে প্রস্তুত ভারত, সীমান্ত উপত্যকায় ৪০০ বাঙ্কার

ই- বার্তা ডেস্ক ।।    পুলওয়ামাকাণ্ডের পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে। পাকিস্তানের সঙ্গে যেকোনো উত্তেজনাকর পরিস্থিতিতে কোথাও না পাঠিয়ে যেন ওই এলাকায় লোকদের নিরাপদে রাখা যায়, তার জন্য এই ব্যবস্থা করেছে ভারত।

অন্যদিকে কাশ্মীর সীমান্ত এলাকাগুলোকে টার্গেট করে হেভি শেলিং করে চলেছে পাকিস্তান সেনাবাহিনী। তার জবাবও দিচ্ছে পাকিস্তানি সেনা।

এদিকে ভারতের তিন সেনাপ্রধান আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য তারা প্রস্তুত।সীমান্ত এলাকাগুলোতে সতর্কতা কয়েকগুণ বাড়িয়ে দেয়া হয়েছে বলেও জানা গেছে। শনিবার পুঞ্চ এবং রাজৌরিতে ৪০০ অতিরিক্ত বাঙ্কার মোতায়েনের সম্মতি দেয় জম্মু-কাশ্মীর প্রশাসন। গত পাঁচ দিন ধরে এই দুই এলাকাকে টার্গেট করে শেলিং করেই চলেছে পাকিস্তানের সেনা বাহিনী। তাই বাড়তি সতর্ক ভারতীয় সেনাবাহিনীর।

অন্যদিকে, প্রস্তুতি আরও জোরদার করছে নয়াদিল্লিও। শনিবার ভারতীয় সেনাবাহিনী অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল (ATGW) মহড়ায় নামে। সেনার ইস্টার্ন কমান্ড লাইভ ফায়ার ট্রেনিং এক্সারসাইজ করে। সশস্ত্র সামরিক যানকে গুঁড়িয়ে দিতেই তৈরি ATGW.

ই-বার্তা / শাহাদাৎ ছৈয়াল