জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ

ই-বার্তা ডেস্ক   ।।   ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলখ্যে দিনের প্রথম প্রহরে রায়ের বাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আলোক প্রজ্জ্বলন করে।

আজ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সজীব আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় রায়ের বাজার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে ছাত্রলীগের দিনের কর্মসূচী শুরু করে।

এর পর সকাল ৮ঃ০০ ঘটিকায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করে সংগঠনের নেতা কর্মীরা।  মিরপুরে শ্রদ্ধা নিবেদন শেষে ৮ঃ৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী দিবসে, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। সকাল ৭টা ৫ মিনিটে, রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন আহমেদ শ্রদ্ধা জানান।এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় গার্ড অব অনার দেয়া হয়। বিউগলে বাজানো হয় করুণ সুর। এছাড়াও স্পিকার শিরীন শারমীন চৌধুরীর পক্ষেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বুদ্ধিজীবী দিবসে, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সব শ্রেণি পেশার মানুষ। বিনম্র শ্রদ্ধায় জাতি আজ দেশের সূর্য সন্তানদের স্মরণ করছে।