জাতীয় ঐক্যফ্রন্টের আগামীকালের কর্মসূচি স্থগিত

ই- বার্তা ডেস্ক।।   জাতীয় ঐক্যফ্রন্ট পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে ।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আরামবাগে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান জোটের অন্যতম শরিকদল জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

আগামীকাল (৩০ মার্চ) খালেদা জিয়ার মুক্তি, গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই মানববন্ধন পালনের কথা ছিল।

জাতীয় ঐক্যফ্রন্টের আরেক শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না কর্মসূচি স্থগিত করার কারণ সম্পর্কে  বলেন, ‘শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের মানববন্ধন কর্মসূচি পালন করার কথা ছিল। কিন্তু সেখানে খোঁড়াখুঁড়ি চলছে, দাঁড়াবার জায়গা নেই। তাই এই কর্মসূচি আমরা স্থগিত করেছি। এটা আমরা পরে করব।’

‘এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আলোচনা সভা করতে চেয়েছিলাম। কিন্তু কোথাও হল ভাড়া পাওয়া যায়নি। তারপরও আমরা ৩১ মার্চের মধ্যে ঢাকা শহরের যে স্থানে হল ভাড়া পাই সেখানেই স্বাধীনতা দিবসের আলোচনা করারা চেষ্টা করব’ যোগ করেন তিনি।

সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম