জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে নায়ক ফেরদৌস যা বললেন

ই-বার্তা ডেস্ক ।।  বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নায়ক ফেরদৌস তাঁর শ্বশুরবাড়ি যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে। বিভিন্ন গণমাধ্যমেই ইতোমধ্যে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। 

 

নির্বাচন করার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ফেরদৌস বলেন, ‘তেমন ভাবে এখনো তো কিছু চূড়ান্ত হয়নি। আগে বিষয়টি চূড়ান্ত হোক, তারপর আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।

 

নির্বাচনী এলাকা এলাকা সম্পর্কে তিনি জানান, যদি নির্বাচনে অংশ নেই তাহলে নির্বাচনী এলাকা যশোর হওয়ার সম্ভবনা নাই।তিনি বলেন, আমার বাড়ি কুমিল্লায়। আমি যদি নির্বাচন করি, তাহলে সেখান থেকেই করব। আমি কেন শ্বশুরবাড়ি থেকে নির্বাচন করব? তবে যেহেতু এখনো কোনো কিছু ঠিক হয়নি, তাই আমি কথা বলছি না। সবাই আমার জন্য দোয়া করবেন।’

 

আওয়ামী লীগের প্রার্থী হওয়ার সবুজ সংকেত সম্পর্কে ফেরদৌস বলেন, ‘সবই এখনো প্রক্রিয়াধীন। কিছুই চূড়ান্ত হয়নি। যা পেয়েছি তাকে গ্রিন সিগন্যাল বলে কি না, আমি জানি না। তবে একটা ক্ষুদ্র সম্ভাবনা দেখা দিয়েছে। কিছুদিনের মধ্যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে পারব।’

 

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র যান নায়ক ফেরদৌস ও রিয়াজ। এ ছাড়া সরকারি বিভিন্ন অনুষ্ঠানেও তিনি নিয়মিত অতিথি হিসেবে ছিলেন। সোমবার (১ অক্টোবর) তিনি দেশে ফেরেন।

 

 

চলচ্চিত্রে সেরা অভিনেতা হিসেবে চারবার জয় করেছেন সিনেমার জন্য রাষ্ট্রের প্রবর্তিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। এছাড়া সিনেমা প্রযোজনায়ও সফল ফেরদৌস।

 

 

 

ই-বার্তা / ডেস্ক

 

 

 

 

ই-বার্তা / ডেস্ক