জাপানকে হারিয়ে চ্যাম্পিয়ন কাতার

ই-বার্তা ডেস্ক।।  এএফসি এশিয়ান কাপের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন জাপানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কাতার।  শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ স্পোর্ট সিটি স্টেডিয়ামে দু’দলের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

জাপানিদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চলতি আসর জুড়ে দারুন খেলতে থাকা কাতার।  ম্যাচের ১২তম মিনিটে কাতারকে এগিয়ে নেন আলমোয়েজ আলী।  অসাধারণ এক বাই-সাইকেল কিকে বল জালে জড়ান ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।  কিছুক্ষণ পরে খেলার ২৭তম মিনিটে আবদেলআজিজ হাতিমের গোলে ২-০ গোলে এগিয়ে যায় কাতার।  ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। 

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে জাপান।  ৬৯তম মিনিটে ব্যবধান কমিয়ে খেলায় উত্তেজনা বাড়িয়ে দেন তাকুমি মিনামিনো। উলটো ৮১ মিনিটে স্পট কিক থেকে দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন আকরাম হাসান আফিফ।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু