জাপানের সিংহাসনে বসলেন সম্রাট নারুহিতো

ই-বার্তা ডেস্ক।। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাপানের নতুন সম্রাট নারুহিতো। জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করন তিনি।

আজ মঙ্গলবার টোকিওতে সোকুই নো রেই নামে পরিচিত সম্রাটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। চলতি বছরের মে মাসে নারুহিতোর বাবা সাবেক সম্রাট আকিহিতো অসুস্থতার কারণে সিংহাসন ত্যাগ করেন। উত্তরাধিকার সূত্রে সম্রাট হওয়া নারুহিতো জাপানের ১২৬তম সম্রাট।

টোকিওর রাজপ্রাসাদে আয়োজিত এ অনুষ্ঠানে সম্রাটের পরনে ছিল হলুদ-কমলা রঙ্গের ঐতিহ্যগত পোশাক। সম্রাটের সঙ্গে ছিলেন সম্রাজ্ঞী মাসাকো। অনুষ্ঠানের শুরুতে সম্রাট ৬ দশমিক ৫ মিটার উঁচু এক সিংহাসনে আরোহণ করেন সম্রাট। নতুন সম্রাটকে অভিনন্দন জানান দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যুক্তরাষ্ট্রের প্রিন্স চার্লসসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী শিন জো অ্যাবে অভিষিক্ত সম্রাট এবং সম্রাজ্ঞীকে অভিনন্দন জানিয়েছেন। তাছাড়া অনুষ্ঠানের অতিথিদের সম্মানার্থে রাতের খাবারের আয়োজন করেছেন।