জাপায় ফিরছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

ই-বার্তা ডেস্ক।।  বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে বড় চমকের নাম জাতীয় পার্টি।  পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে দলে চায় তৃণমূল জাপা’র হঠাৎ ওঠা এমন গুঞ্জনে এবার আশার বাতাস লাগালেন বিদিশা নিজেই।  

এরই মধ্যে হঠাৎ নতুন করে আলোচনা শুরু হয়েছে এরশাদ ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের ছেলে সাদ এরশাদকে নিয়ে।  শোনা যাচ্ছে তিনি উপনির্বাচনে বগুড়া-৬ আসন থেকে মহাজোটের হয়ে জাপার প্রার্থী হচ্ছেন এবং এর মধ্য দিয়ে রাজনীতিতেও অভিষেক ঘটছে তার। 

এদিকে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার তৃণমূল নেতারা নানা মাধ্যমে এরশাদ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরের কাছে বিদিশাকে দলে ফেরানোর অনুরোধ জানিয়েছেন।  প্রয়োজনে তারা সরাসরি প্রস্তাব নিয়ে যাবেন।  এই রোজার মধ্যেই এক ইফতার অনুষ্ঠানের মাধ্যমে বিদিশাকে দলে ফেরানোর আহ্বান জানাবেন।  তাদের মতে, এখনই বিদিশাকে দলে ফেরানোর উপযুক্ত সময়।  তিনি যতদিন দলে ছিলেন, দল চাঙ্গা ছিল।  পার্টির ভেতরে বাহিরে সমানভাবে কাজ করেছেন।  পার্টির সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন।  কিন্তু পার্টির একটি পক্ষ কখনোই বিদিশাকে চাননি।

তৃণমূলের এই দাবি ও দলে ফেরা নিয়ে এতদিন নিশ্চুপ ছিলেন বিদিশা।  গতকাল বৃহস্পতিবার তিনি জানান, জাতীয় পার্টিতে ফেরার ব্যাপারে আমি তো মতামত দেওয়ার কেউ না।  পার্টিতে হাজার হাজার লোকজন থাকেন, নেতাকর্মীরা থাকেন, তাদের ইচ্ছার ওপর সবকিছু নির্ভর করবে।  এখানে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই।  এটা তো আমার পলিটিক্যাল পার্টি না।  পার্টির নেতাকর্মীরাই এ ব্যাপারে সব থেকে ভালো বলতে পারবেন।

বিদিশা আরও বলেন, এটা যদি তৃণমূলের দাবি হয়, রংপুরের দাবি হয়, তা হলে তো আমি তাদের চাওয়াকে সম্মান করবই।  আর যদি দুই একজন প্রেসিডিয়াম মেম্বার তাদের ফায়দা লোটার জন্য আমাকে ব্যবহার করতে চায়, সে ক্ষেত্রে দলে ফেরার প্রশ্নই আসে না।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু