জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমা চাইবে বিএনপি আশাবাদ তথ্যমন্ত্রীর

ই- বার্তা ডেস্ক ।।   তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ আশাবাদ ব্যক্ত করেছেন যে, জামায়াত থেকে সম্পর্ক ছিন্ন করে বিএনপি জাতি ও বিশ্বের কাছে ক্ষমা চাইবে।

আজ বুধবার (৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য আইনের ব্যবহার’ শীর্ষক কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় হাছান মাহমুদ বলেন, ‘জামায়াতে ইসলাম নিয়ে মার্কিন কংগ্রেসের উত্থাপিত প্রস্তাবনায় জামায়াতে ইসলামী এবং এর সাথে যুক্ত সংগঠনগুলোর সাথে দেশের রাজনৈতিক দলগুলোকে সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে। একই সাথে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। আশাকরি, মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের পর বিএনপি অতি শিগশিগরই জামায়াতের সাথে তাদের সকল সম্পর্ক ছিন্ন করেছে বলে ঘোষণা দেবে। তাদের সাথে জোট করে সরকার গঠন করেছে সেজন্য জাতি এবং বিশ্ব সপ্রদায়ের কাছে ক্ষমা চাইবে।’

তথ্যমন্ত্রী এসময় প্রস্তাবনার মূল অংশ থেকে উদ্ধৃত করে বলেন, ‘আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এতোদিন যে আহ্বান জানিয়ে আসছিলাম, সেটিই মার্কিন কংগ্রেসের প্রস্তাবনায় প্রতিধ্বনিত হয়েছে। জামায়াতে ইসলামীর আশ্রয়-প্রশ্রয় দাতা হচ্ছে বিএনপি। জামায়াতে ইসলামীর সাথে জোট গঠন করে তারা নির্বাচন করেছে, সরকার গঠন করেছে, এখনো ২২ দলীয় জোটের মধ্যে জামায়াতে ইসলাম আছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামের বিষয় ব্যবস্থা নেয়া হয়েছে, যুদ্ধপরাধীদের বিচার করা হয়েছে এবং জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন রয়েছে, এবং তাদের সাথে যুক্ত জঙ্গি তৎপরতায় লিপ্ত সংস্থাগুলোর বিরুদ্ধেও ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি যখন জামায়াতের আশ্রয়-প্রশ্রয়দাতা হয়, তাদের জোটের মধ্যে যখন জামায়াত থাকে, তখন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়।’

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম